মেহেরপুরে করোনার প্রথম টিকা নিলেন জেলা প্রশাসক মুনসুর আলম খান

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:38 PM, 07 February 2021

মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের শরীরে করোনা ভাইরাসের টিকা প্রয়োগের মাধ্যমে মেহেরপুরে করোনা টিকা প্রয়োগের উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর ২শ ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি ও সিভিল সার্জেন ডা. মো. নাসির উদ্দিন। টিকাদান কার্যক্রমের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম। এসময় মেহেরপুর সিভিল সার্জেন ডা. মো. নাসির উদ্দিন জানান, শনিবার পর্যন্ত মেহেরপুরে ১২শ এর অধিক মানুষ অনলাইনে টিকা প্রদানের জন্য রেজিস্টেশন করেছে। মেহেরপুর জেনারেল হাসপাতাল ছাড়াও গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান করা হবে।

আপনার মতামত লিখুন :