মেহেরপুরে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও বৃষ্টিপাত
সারাদেশের ন্যায় মেহেরপুরেও আজ শুক্রবার লকডাউনের ছিলো দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনেও হচ্ছে মুষলধারে বৃষ্টি। শুক্রবার দুপুর থেকে এ বৃষ্টিপাত শুরু হয়। প্রায় ২ ঘন্টা যাবত বৃষ্টি কালীন সময় মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় হাঁটু পানি জমতে দেখা গেছে।
ফলে দুপুরের থেকে সড়কে তেমন কোন যানবাহন ছিলোনা। তবে কিছু গুরুত্বপূর্ণ যানবাহনগুলোর মধ্যে অ্যাম্বুলেন্স, ওষুধ, কৃষি পণ্য ও খাবারের গাড়ি ও ব্যাটারি চালিত রিকশা চলতে দেখে গেছে। এনিয়ে পুলিশ ও প্রশাসনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হয়েছে তাঁদের। তবে সকাল থেকে অযথা রাস্তাঘাটে মানুষকে চলাচল করতে দেখা গেছে।