মেহেরপুরে কচু বোঝাই গাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার
মেহেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন। শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর-কাথুলী সড়কের কায়েম কাটার মোড় নামক স্থানে এ অভিযান চালানো হয়।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই শরীফ হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল কচু বোঝায় একটি আলগামন থামিয়ে তল্লাশিকালে কচুর বস্তা মধ্যে থেকে ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
অভিযানে অন্যদের মধ্যে এসআই ওবায়দুর রহমান, এসআই আব্দুল মালেক, মিরাজুল ইসলাম, বৈকন্ঠপুর ক্যাম্পের এসআই আবদুল হাসেম, এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স সেখানে উপস্থিত ছিলেন। আলগামন চালক জানান সাহারবাটি থেকে কচুবেড়িয়া করে তিনি মেহেরপুরের আনছিলেন।