মেহেরপুরে একবিঘা জমির কলা কেটে তছরুপ , কৃষকের এক লক্ষ ৮০ হাজার টাকার ক্ষতি
মেহেরপুর সদর উপজেলার রায়পুর হয় গ্রামের ফকির মহাম্মদের এক বিঘা জমির চারশত কলার কান্দি কেেট তছরুপ করেছে দুর্বত্তরা । গতকাল শনিবার দিবাগত রাতের কোন এক সময়ে রায়পুর গ্রামের বিলের মাঠে কলাবাগানে এয় ঘটনা ঘটেছে। এতে কৃষকের এক লক্ষ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছে স্থানিয়রা।
কৃষক ফকির মহাম্মদ রায়পুর গ্রামের মৃত বাহাদুর শেখের ছেলে।
স্থানিয়রা বলেন আমরা সকালে মাঠে কাজে যাওয়ার সময় দেখতে পায় জমিতে কলার কান্দি পড়ে আছে । জমিতে গিয়ে দেখি ৪০০শত কান্দির মধ্যে ৩৯৯কান্দি কাটা পড়ে আছে। তারপর আমরা কৃষক ফকির মহাম্মদ কে খবর দিলে সে জমিতে আসে ।
কৃষক ফকির মহাম্মদ বলেন , গতকাল বিকাল বেলাতে আমি জমির আগাছা পরিস্কার করে বাড়ি গিয়েছিলাম । এক বছর পরিশ্রম করে কলাবাগান তৈরি করেছি। আর ১০/১৫ দিন সময় পেলে আমি ফসল বেচতে পারতাম । মেহেরপুরে প্রায় এভাবে ফসলের ক্ষতি হচ্ছে । সবসময় অপরাধিরা পার পেয়ে যাচ্ছে। যদি প্রশাসন অপরাধিদের সনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে তাহলে এয় ধরনের অপরাধ হ্রাস পাবে। একারনে আমি থানা অভিযোগ জানাবো।