মেহেরপুরে এইচএসসি পরীক্ষা শুরু
সারাদেশের ন্যায় মেহেরপুরেও এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।মেহেরপুর জেলার তিন উপজেলার ১৪ টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মেহেরপুরে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছান শিক্ষার্থীরা। এ বছর মেহেরপুরে এবছর মোট ৫ হাজার ৮শ ৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এদের মধ্যে যশোর বোর্ডের অধীনে সাধারণ ৪ হাজার ৯শ, এইচ এস সি (ভোকেশনাল) ৮শ ১২ ও দাখিলের ১শ ৫৬ জন পরীক্ষার্থী রয়েছে। এদিকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এইচএসসি পরীক্ষার বাড়তি নিরাপত্তার জন্য কেন্দ্রে কেন্দ্রে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ নিয়োজিত আছে বলে জানা গেছে।