মেহেরপুরে ইয়াবাসহ আটক-২


মেহেরপুরে ৭৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) গাংনী ক্যাম্প। মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে তাদের আটক করে। আটককৃতরা হলো, মেহেরপুর সদর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে রিন্টু বিশ্বাস (৩৫) ও গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সাঈদ আহম্মেদ(৩৩)।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) গাংনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মনিরুজ্জামান জানান, আমঝুপি-গাংনী সড়কের পাঙ্গাসি নামক এলাকা মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি অভিযান দল, অভিযান চালিয়ে ৭৮ পিচ ইয়াবাসহ রিন্টু বিশ্বাস ও সাঈদ আহম্মেদ করে। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন জব্দ করে। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাপূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।