মেহেরপুরে ইয়াবাসহ আটক-২

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:24 AM, 20 September 2023

মেহেরপুরে ৭৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) গাংনী ক্যাম্প। মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে তাদের আটক করে। আটককৃতরা হলো, মেহেরপুর সদর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে রিন্টু বিশ্বাস (৩৫) ও গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সাঈদ আহম্মেদ(৩৩)।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) গাংনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মনিরুজ্জামান জানান, আমঝুপি-গাংনী সড়কের পাঙ্গাসি নামক এলাকা মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি অভিযান দল, অভিযান চালিয়ে ৭৮ পিচ ইয়াবাসহ রিন্টু বিশ্বাস ও সাঈদ আহম্মেদ করে। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন জব্দ করে। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাপূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :