মেহেরপুরে ইজিবাইক ও আলগামনের সংঘর্ষে পাঁচ জন নারী আহত
মেহেরপুর সদর উপজেলার দীনদত্ত ব্রীজের পাশে ইজিবাইক ও আলগামনের সংঘর্ষে পাঁচ জন নারী আহত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক বারাদী যাবার পথে মেহেরপুর সদর উপজেলার দীনদত্ত ব্রীজের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলগামন ইজিবাইকে ধাক্কা দেয়। এসময় ইজিবাইকেথাকা ৫ জন নারী যাত্রী আহত হয়।