মেহেরপুরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পথচারীদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছে মেহেরপুর জেলা যুবলীগ। বৃহস্পতিবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারের সামনে জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান উপস্থিত থেকে পথচারিদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেন।এদিকে বিকেল ৫ টার সময় জেলা আওয়ামীলীগের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় ভার্চুয়ালে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড মিয়াজান আলী, এড ইয়ারুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড খ.ম হারুন অর রশিদ জুয়েল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।
রাব্বি আহমেদ,মেহেরপুর
০১৭১৯-৩৯৩৩৪৪
২৩-০৬-২২