মেহেরপুরে আড়ম্বর পরিবেশে চ্যানেল টোয়েন্টিফোরের ১০ম বর্ষ পূর্তি পালন
কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন “চ্যানেল টোয়েন্টিফোর”এর ১০ম বর্ষপূর্তি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ মে) সকাল ১০ টার সময় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আড়ম্বর পরিবেশে চ্যানেলটির ১০ম বর্ষপূর্তি পালন করা হয়।
চ্যানেল টোয়েন্টিফোরের মেহেরপুর জেলা স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান রাশেদে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেহেরপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য্য, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর জেলা আওয়াইনজীবি সমিতির সভাপতি মারুফ আহম্মেদ বিজন, সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক তুহিন অরন্য, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহাবুব চাঁদু, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু।
মেহেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিকের সঞ্চালনায় এছাড়া অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম, মুজিবনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রিন্স প্রমুখ।
চ্যানেল টোয়েন্টিফোরের ১০ম বর্ষ পূর্তিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শুভেচ্ছা জানান এবং চ্যানেলটির শুভকামনা করেন।