মেহেরপুরে আলগামন ও ট্রলির সংঘর্ষ, ট্রলি চালক নিহত
মেহেরপুরে আলগামন ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক নিহত হয়েছে।আজ মঙ্গলবার(২৭জুলাই) বিকালে সদর উপজেলার শোলমারী বাঙ্গালপাড়ায় এ ঘটনা ঘটে। নাম নিহত ট্রলি চালক বাবুর হোসেন গাংনীর কাথুলী গ্রামের খরশেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শোলমারী গ্রামে ট্রলি নিয়ে যাচ্ছিল বাবু এসময় বিপরীত দিক থেকে আসা আলগামনের সাথে ধাক্কা লাগে। এতে বাবু ছিটকে আলগামনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান পিপি এম জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি আমার জানা নেই।