মেহেরপুরে আলগামন উলটিয়ে আহত-১
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নাজিরুল (৪৫) নামের এক আলগামন চালক আহত হয়েছেন। আহত নাজিরুল মেহেরপুর পুলিশ লাইন পাড়ার বাসিন্দা।
রবিবার বিকেলের দিকে মেহেরপুর পৌর এলাকার নুর হোসেন ফিলিং স্টেশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত নাজিরুল জানান, আমি পুলিশ লাইন পাড়া থেকে আলগামনযোগে পানি আনার উদ্দেশ্যে বোতলজাত পানির খালি বোতল নিয়ে মেহেরপুর শহরে যাচ্ছিলাম। পথিমধ্যে নুর হোসেন ফিলিং স্টেশনের কাছে পৌছালে হঠাৎ আমি আসুস্থ হয়ে পরি। এসময় আমার আলগামনের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।এসময় আমার হাত কেচট যায় ও আমি মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়।
স্থানীয়রা জানান, আলগামনটি মেহেরপুর অভিমুখে যাবার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। আমরা ছুটে এসে আহত অবস্থায় আলগামন চালককে উদ্ধার করি এবং আলগামনটি রাস্তায় তুলি। আহত নাজিরুলকে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে আহত আলগামন চালকের শরিরের কয়েক স্থানে আঘাত প্রাপ্ত হয়েছে। তবে তার অবস্থা আশংকা মুক্ত।