মেহেরপুরে আরো ১০ জন বিএনপির নেতাকর্মী আটক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:29 AM, 01 November 2023

গেল ২৪ ঘন্টায় মেহেরপুরে আরো ১০জন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলাবার(৩১ অক্টোবার) সকাল থেকে বুধবার(১ নভেম্বর) ভোর তাদের আটক করে। এর মধ্যে মেহেরপুর সদর থানার চারজন,গাংনী থানার পাঁচজন ও মুজিবনগর থানান একজন।

মেহেরপুর জেলার পুলিশ সূত্র জানা গেছে।আটককৃতরা হলো, মেহেরপুর সদর থানায় কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শামীম হোসেন (৪৫),বিএনপি কর্মী এনামুল হক (৫৫), কুতুবপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি তুহিন হোসেন (৪০),সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম (৩৬), গাংনী থানায় সাহারবাটি ইউপি বিএনপির ওয়ার্ড সেক্রেটারী আসমাউল হুসনা(২৮), রায়পুর ইউপি ওয়ার্ড বিএনপি সভাপতি হাফিজুর রহমান (৫০), মটমুড়া ইউপি ওয়ার্ড যুবদলের সভাপতি জামাল হোসেন (৪৫), সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জুমাত আলী(৫০), গাংনী পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এডাম সুমন(৪০) ও মুজিবনগর থানায় মহাজনপুর ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সাব্দার আলী(৫৪)।

আপনার মতামত লিখুন :