মেহেরপুরে আমঝুপির মাঠে শত্রুতামূলক কলার কাঁদি কেটে দিয়েছে দুর্বৃত্তরা
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের অন্তর্গত দিনদত্ত ব্রিজ সংলগ্ন রোয়ার মাঠে কৃষকের কলার কাঁদি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার দিনগত রাতে শত্রুতামূলক কে বা কারা কলার কাঁদি কেটে ফেলে রেখে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক লাল্টু রাজনগর গ্রামের মল্লিকপাড়ার মৃত রেজাউলের ছেলে। কৃষক লাল্টু বলেন, বৃহষ্পতিবার সকালে আমি কলার বাগানে সার দিতে গিয়ে দেখি কে বা কারা ১২০ টি কলার কাঁদি কেটে ফেলে রেখে গেছে।
এই ব্যাপারে বারাদি ক্যাম্প পুলিশকে ফোনে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন নি। বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই দেবাশীষের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, জরুরী কাজে সদর থানায় থাকার কারণে যেতে পারিনি। তবে, এখন যাব বলে জানান তিনি।