মেহেরপুরে আবারো করোনার আক্রমন :: নতুন আক্রান্ত ৩
মেহেরপুর জেনারেল হাসপাতালে এন্টিজেন টেস্ট রেজাল্টে নতুন ৩ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। এনিয়ে মেহেরপুরে বর্তমানে ১১ জন পজিটিভ রোগী রয়েছেন।
গতকাল শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যে করোনা আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তরা সকলেই মেহেরপুর শহরের। এদের মধ্যে দুজনের বাড়ি শহরের সার্কিট হাউস পাড়ায় এবং একজন পুলিশ লাইনের। শনিবার তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে এন্টিজেন টেস্ট করান।
গতকাল শনিবার নতুন ১৩ জনের টেস্ট করা হয়েছিলো। তার মধ্যে এন্টিজেন ৯ জনের মধ্যে ৩ জন পজিটিভ এবং জিন এক্সপার্ট এ চারজনই নেগেটিভ।
ভিন্ন সূত্রে পাওয়া আক্রান্তরা হলেন: শহরের সার্কিট হাউস পাড়ার কাঞ্চন আরা (৬৫) এবং একই পরিবারের ফাহিম ইসলাম (২২), অপরজন হলেন মেহেরপুর পুলিশ লাইনের বিশ্বজিৎ সরকার (৪৫)।