মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
“থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়- গড়ব বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রবিবার(১৮ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। মেহেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এর নেতৃত্বে র্যালীটি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ করা হয়।
র্যালীতে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, মেহেরপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আরিফ তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও টেনিং সেন্টারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে এ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।