মেহেরপুরে আজ চলিত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, বিপাকে নিম্নের মানুষ
গত কয়েকদিন ধরে ধীরে ধীরে জেঁকে বসেছে শীত। তীব্র ঠান্ডার সাথে উত্তরের হিমেল হাওয়ায় ও ঘন কুয়াসায় জনজীবনকে অতিষ্ট করে তুলেছে। বেলা বাড়লেও মিলছে না সূর্যের দেখা, কমছে না শীতের তীব্রতা। সবচেয়ে বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষ। আজ শনিবার সকাল ৯ টায় মেহেরপুরে চলতি মৌসুমে সর্বনিম্ন ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা শতভাগ। সপ্তাহ জুড়েই এমন আবহাওয়া থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলতেও দুপুর গড়িয়ে যেতে পারে।