মেহেরপুরে আখেরি মােনাজাতের মধ্য দিয়ে আঞ্চলিক ইজতেমা শেষ হলাে
আখেরি মােনাজাতের মধ্য দিয়ে আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে।
মেহেরপুর সরকারি কলেজ মাঠে তিন দিন ব্যাপি আঞ্চলিক ইজতেমায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
আজ শনিবার (১৩ মার্চ) দুপুরে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকা থেকে আগত মওলানা মুফতি মোশাররফ হোসেন।
এছাড়াও ইজতেমায় বইয়ান পরিবেশন করবেন ভারত থেকে আগত মাওলানা মুফতি কেফায়েত উল্লাহসহ ইসলামি বক্তারা।
এসময় মেহেরপুর জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে প্রায়ই দশ হাজারেরও বেশি মুসল্লিরা এ আঞ্চলিক ইজতেমা মাঠে উপস্থিত হয়েছিল।
সারাবিশ্বে বৈশ্বিক করোনা মহামারী থেকে মুক্ত হতে দোয়া ও মোনাজাত করেন ইজতেমায় উপস্থিতি মুসল্লিরা।
এদিকে ইজতেমা মাঠে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছির। পুলিশের পাশাপাশি র্যাব ও সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করে।