মেহেরপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মানব পাচার প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মানব পাচার প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান, পিপি পল্লব ভট্টাচার্য্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল, জেলা আনসার কমান্ড্যান্ট রফিকুল ইসলাম, মেহেরপুর চেম্বার অব কমার্সের সাধারন সম্পাদক আরিফুল এনাম বকুল । এসময় সরকারি- বেসরকারি কর্মকর্তারা উপস্তিত ছিলেন।