মেহেরপুরে অসহায়দের জন্য ফ্রী সবজি বাজার চালু
মেহেরপুরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রের ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে অসহায় হয়ে পড়া অসচ্চল পরিবারের জন্য ফ্রি সবজি বাজার প্রতিষ্ঠা করেছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র সাব্বির আহমেদ নামের এক যুবক এ বাজার চালু করেন। সে মেহেরপুর বেড়পাড়া এলাকায় বসবাস করেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
আজ রবিবার সকাল ১০ টার সময় শহরের বেড়পাড়া এ ফ্রি বাজার বসিয়ে অসহায় দুস্থদের মাঝে সবজি বিতরণ করা হয়।
প্রতিদিন ২০০-৩০০ পরিবারের মাঝে বিভিন্ন জনের সহযোগিতায় মাছ সহ সবজি বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উপস্থিত ছিলেন। অসহায় পরিবারের জন্য এ বাজার অব্যাহত থাকবে বলে জানান বাজার পরিচালনায় ছাত্ররা।