মেহেরপুরে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই নারীসহ আটক ৩
মেহেরপুরে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুইজন নারী ও একজন পুরুষকে আটক পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
আজ শনিবার দুপুরে মেহেরপুর ৭ নং ওয়ার্ড মল্লিক পাড়ার একটি ভাড়া বসতবাড়িতে অনৈতিক কর্মকান্ড চলার সংবাদ পেয়ে এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দিলে মেহেরপুর সদর থানার এসআই শরীফ হাবিব এর নেতৃত্বে এএসআই কোহেতুর ও সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে গ্রেফতার করে।
আটককৃতরা হলো মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের আব্দুল এর ছেলে আরিফুল (২৮), চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আট কবর পশ্চিমপাড়ার মনসুরের মেয়ে পলি খাতুন(২২) এবং বাগোয়ান গ্রামের মোনাজাত এর মেয়ে মৌসুমী।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, অসামাজিক কর্মকাণ্ডের দায়ে ১৮৭৮ এর দন্ডবিধি ২৯০ ধারায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।