অতিরিক্ত তাপদাহে মেহেরপুরে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন দুরবিসহ হয়ে পড়েছে। পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে রিক্সা চালক, ভ্যান চালক ও পথচারীদের মাঝে পানি, ক্যাপ ও গামছা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা চত্বরে ২ হাজার ক্যাপ, গামছা পানি বিতরণ করা হয়।
এ সময় পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আবদুল্লাহ মামুন, জাহাঙ্গীর আলম, বাপ্পি, সহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, দিনের
বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন, রোদ এড়িয়ে চলুন। বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।
সম্পাদক ও প্রকাশকঃ রাব্বী আহমেদ খালিদ
মোবাইলঃ ০১৭১৯-৩৯৩৩৪৪
ই-মেইল: rabbi.meherpur1@gmail.com