মেহেরপুরে অচেতন অবস্থায় যুবক উদ্ধার
মেহেরপুরে অচেতন অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।আজ রবিবার সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
মেহেরপুর সদর উপজেলার বারাদি পুলিশ ক্যাম্পের এ এস আই কামরুজ্জামান জানান, ট্রিপল নাইন (৯৯৯) থেকে ফোনে পুলিশকে জানানো হলে আমরা দ্রুত সেখানে পৌঁছায় এবং অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, চেতনানাশক কোন ঔষধ তাকে খাওয়ানো হতে পারে।