মেহেরপুরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দুর্ধর্ষ চুরির টাকা উদ্ধার
মেহেরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দুর্ধর্ষ চুরির ঘটনায় আসামীর স্বীকারোক্তি অনুযায়ী ৪ লক্ষ ৫১ হাজার টাকা উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউর রহমানের নেতৃত্বে এস আই সুপ্রভাত, এস আই অরূপ বসুসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আসামী সোহাগ হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী মুজিবনগর উপজেলা নূরপুরে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়।
গত ৫ মে মেহেরপুর শহরের কোট এলাকায় অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। এরপর থেকেই এই চুরির প্রধান আসামি সোহাগ হোসেন পলাতক ছিল । গত ২৫ শে জুলাই সোহাগ আদালতে আত্মসমর্পণ করলে চলতি মাসের ৮ তারিখে তিন দিনের রিমান্ড মনজুর করে আদালত। ৩ দিনের রিমান্ডের পর সোহাগ হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী মেহেরপুর সদর থানা পুলিশের অভিধানে ৪ লক্ষ ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়।