মেহেরপুরের সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু
মেহেরপুরের শোলমারী গ্রামে সাপের কামড়ে আব্দুল ওহাব (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল ওহাব শোলমারী গ্রামের নজর বিশ্বসের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যার পর আব্দুল ওহাব তেরোঘরিয়া বিলের পাশে পুকুর পাহারা দিতে যাওয়ার সময় তাকে সাপে কামড় দেয়। সাপে কামড়ের বিষয়টি বুঝতে পেরে দ্রত বাড়িতে যায় সে। এরপর পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।