মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত ১০
মেহেরপুরে দুটি ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে লিটন মাহমুদ(৩৫) নামে একজন নিহত ও আহত হয়েছে অন্তত ১০ জন। আজ শনিবার দুপুর ২ টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মাহমুদ মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের নাসিম আলী ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন ও তার সঙ্গীরা নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই শেষে বাড়ি ফেরার পথে দুটি ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে লিটন লিটন সহ ১১ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিটন মাহমুদকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।