মেহেরপুরের শুভ দীপাবলি উপলক্ষ্যে প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত
” জ্বালো আলো, আপন আলো সাজাও আলো ধারিত্রীরে” এই প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরে শুভ দীপাবলি উপলক্ষে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৩-অক্টোবর) রাতে মেহেরপুর অন্তিম ধাম মহাশ্মশান কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অন্তিম ধাম মহাশ্মশান সংগঠনের সভাপতি অভিজিৎ বসুর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এমপি। উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্রীযুক্ত স্বপন ভট্টাচার্য।অনুষ্ঠানে শ্বাশত্ব নিপ্পনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, অ্যাডভোকেট. মিয়াজান আলী প্রমূখ। পরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলীর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।