মেহেরপুরের যৌথ বাহিনীর অভিযানে একটি নাইন এমএম পিস্তল ও চার রাউন্ড গুলিসহ যুবক আটক
মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে একটি নাইন এমএম পিস্তলসহ সোহাগ হোসেন (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার রাতে মুজিবনগর উপজেলার মোনাখালী পূর্ব পাড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সোহাগ হোসেন মুজিবনগর উপজেলার গ্রামের মোনাখালী গ্রামের আমিনুল ইসলামের ছেলে। জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিন রিফাতের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল মোনাখালী গ্রামে সোহাগ হোসেনের বাড়িতে অভিযান চালান। এসময় সোহাগ হোসেনকে আটক করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার আশরাফপুর পূর্ব পাড়া মাঠ থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সেনাবাহিনীর মেজর জাহিন রিফাতের নেতৃত্বে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে সোহাগ হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
পরে তার স্বীকারোক্তিতে সদর উপজেলার আশরাফপুর পূর্ব পাড়া মাঠ থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এর আগে সোহাগ হোসেনের বাড়ি থেকে চাইনিজ কুড়ল, দুইটা এন্ড্রয়েড মোবাইল ফোন, ৯টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, সোহাগ হোসেনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।