মেহেরপুরের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মেহেরপুরে রুবেল হোসেন(২৮)নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে এ লাশ উদ্ধার করে। রুবেল মেহেরপুর শহরের শিশু বাগান পাড়ার মইন শেখ ড্রাইভার এর ছেলে।
রুবেলের পরিবার সূত্রে জানা যায়, গত ৫-৬মাস আগে দুই সন্তান ও স্বামীর ছেড়ে রুবেলের বন্ধুর সাথে পরকীয়া প্রেমের জেরে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয়। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়ে রুবেল। প্রতিদিনের ন্যায় গতকাল রাতেও মা-বাবার সাথে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমাতে যাই। অনেক ডাকাডাকি করার পরেও সাড়া না মেলায় ঘরের মধ্যে ঢুকে পরিবারের লোকজন রুবেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন মেহেরপুর সদর থানার ওসি শাহা দারা খান পিপিএম।