মেহেরপুরের মোনাখালীতে ছাদ থেকে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু(ভিডিওসহ)
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে আরিয়ান নামের ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত আরিয়ান মোনাখালী গ্রামের আরফিন আলীর ছেলে।জানাগেছে বিকেলের দিকে আরিয়ান তাদের নিজ বাড়ির ছাদে খেলা করার সময় হঠাৎ করে নিচে পড়ে যায়।
এসময় তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আরিয়ান এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
https://www.facebook.com/387112705351720/posts/755767031819617/?app=fbl