মেহেরপুরের মরগাং খালের পাড়ে তালগাছ রোপণের উদ্বোধন
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর প্রকল্পের আওতায় তালগাছ রোপণের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার(২৯জুন) সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর মরগাং খালের পাড়ে তাল গাছ রোপণের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালগাছ রোপণের উদ্বোধন করেন।
এ সময় সেখানে অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহজামান,প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, ইউপি সদস্য মিলন সহ এলাকার বিশিষ্ট জনেরা সেখানে উপস্থিত ছিলেন। মরগাং খানের দুই পাড়ে প্রায় ৩শ তালের চারা রোপণ করা হবে।
বজ্রপাত নিরোধক তাল গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাণিকুলের উপকারের স্বার্থে তাল গাছ রোপণের এ মহতী উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসী জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে।