মেহেরপুরের ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের ইন্তেকাল
মেহেরপুরের ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না—— রাজিউন)।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।তিনি বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুম ইসমাইল হোসেনের স্ত্রী, এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুন আগ্রহী রয়েছে।
মেহেরপুরের ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধের সংগঠক এবং আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
বীর মুক্তিযোদ্ধা ভাষাসৈনিক ইসমাইল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। শুক্রবার বাদ জুম্মা মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদে জানাজা শেষে শহরের পুরাতন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।