মেহেরপুরের বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
তামাক মুক্ত পরিবেশ সুস্বাস্থ্যের বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪০ সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নের লক্ষ্যে, বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টায় মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে র্যালীটি শেষ হয়।
এই সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও মখলেছুর রহমান, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভবেশ রঞ্জন রায়, সমাজসেবা কর্মকর্তা কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলক কুমার সহ আরও অনেকে।