মেহেরপুরের বারাদীতে মাইক্রোবাসের ধাক্কায় ২ ব্যবসায়ী আহত
গাংনীর চোখঃমেহেরপুরের বারাদী এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দু’ হাঁস ব্যবসায়ী অাহত অাহত হয়েছেন। আহতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার বারাদী গ্রামের মৃত লালন মীরের ছেলে আবুল হােসেন ও মৃত আবু ইউসুফের ছেলে তারিকুল ইসলাম।
আজ বুধবার (২৩ সেপ্টম্বর) সন্ধ্যার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদী মাদিয়াতুল মাদ্রাসার নিকট এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,আবুল হােসেন ও তারিকুল চুয়াডাঙ্গা থেকে পাতি হাঁস কিনে একটি অটােভ্যানযােগে বাড়ি ফিরছিলেন। তারা বারাদী মাদিয়াতুল মাদ্রাসার নিকট পৌছালে,পিছন দিক থেকে একটি মাইক্রােবাস ধাক্কা দেয়। ওই ধাক্কায় দুজনই মারাত্বক আহত হয়। এসময় খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটিদল তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে ।