মেহেরপুরের বারাদিতে দিনে দুপুরে ড্রয়ার ভেঙে টাকা চুরি

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:34 PM, 04 May 2021

 

বারাদী প্রতিনিধিঃ প্রিন্স আরিফ খান

মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে দিনেদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরের দিকে বারাদী বাজারের গহরপুর রোডে অবস্থিত মিলন মেডিকেল হলে এই চুরির ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে জানা যায়, দোকান মালিক মিলন হোসেন প্রাকৃতির ডাকে সাড়া দিতে পাশ্ববর্তী গ্রাম্য মসজিদের টয়লেটে যায়। কিছু সময়ের ব্যবধানে সে দোকানে ফিরে এসে দেখে ড্রয়ারের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। সে তাৎক্ষণিক ড্রয়ার খুলে দেখে সেখান থেকে কে বা কারা দুই লক্ষ টাকা চুরি করে সটকিয়েছে। মিলন মোমিনপুর গ্রামের পশ্চিমপাড়ার ইসলামের ছেলে। সে পেশায় একজন গ্রাম্য চিকিৎসক ও বিকাশ ব্যবসায়ী। মিলন জানান, দুপুরের দিকে জরুরত সারতে কিছু সময়ের জন্য দোকানের পাশ্ববর্তী মোমিনপুর জামে মসজিদের টয়লেটে যায়। কয়েক মিনিট পরেই দোকানে ফিরে দেখি ড্রয়ারের তালা ভাঙ্গা। তিনি বলেন সেখানে প্রায় চার লক্ষ টাকা ছিল কিছু খুচরা টাকাও ছিল। সেখান থেকে তার দুই লক্ষ টাকা খোয়া গেছে । ড্রয়ারে ফ্লেক্সিলোডের সাত থেকে আটটি মোবাইল ফোনও ছিল সেগুলো ঠিকই আছে।
তবে তিনি জানান, ঐ সময়ে দোকানের সামনের একটি চায়ের দোকানে অপরিচিত তিন জন লোককে বসে থাকতে দেখি। সম্ভবত তারা আমার গতিবিধি অনুসরণ করছিলো এবং সুযোগ বুঝে তারা চুরি করে পালিয়েছে।
খবর পেয়ে বারাদী ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে মিলন মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

আপনার মতামত লিখুন :