মেহেরপুরের বাদিয়াপাড়াতে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মেহেরপুরের বাদিয়াপাড়া ফুটবল মাঠে ৩৫ তম শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টা মনমুগ্ধকর পরিবেশ খেলাটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সড়ক ভবন আবু হেনা মোস্তফা কামাল, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, মেহেরপুর জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, বি এম হাই স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মুকুল, সভাপতি আব্দুর রশিদ, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু প্রমূখ।
বাদিয়াপাড়া মোহাব্বতপুর ক্রীড়া পরিষদ খেলার আয়োজন করে। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে মেহেরপুরের মদনাডাঙ্গ ফুটবল একাদশ অপরদিকে নওদাপাড়া ফুটবল একাদশ। এ খেলায় সর্বমোট ষোলটি দল অংশ গ্রহন করেছিল।