মেহেরপুরের বাড়াদিতে ভোট প্রদানে বাধা সৃষ্টি করায় নৌকার ৩ সমর্থককে ৭দিন করে জেল
মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে সদর উপজেলার বাড়াদি ইউনিয়নের কলাই ডাঙ্গা কেন্দ্রে ভোট প্রদানে বাধা সৃষ্টি করায় নৌকার ৩ সমর্থকে ৭ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার দুপুর ১২ টার সময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন এ আদালত পরিচালনা করেন।
দন্ডিতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে নজরুল ইসলাম, ইউসুফ আলীর ছেলে ইউনুস আলী ও হোসেন আলীর ছেলে নিয়ামত আলী।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন জানান, ভোট প্রদানে বাধা সৃষ্টি করা ও সামনে জটলা তৈরি করার মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) দায়ার জনকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।