মেহেরপুরের প্রশাসন এখনও নিরপেক্ষ রয়েছে- আব্দুস সালাম

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:38 PM, 04 June 2022

মোঃ কামাল হোসেন খাঁনঃমেহেরপুরের প্রশাসন এখনও নিরপেক্ষ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নির্বাহী সদস্য, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম।
শুক্রবার (৩ জুন), বিকেলে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের সাথে ইউপি নির্বাচন নিয়ে এক সভায় তিনি একথা জানান।
পিরোজপুর ইউনিয়নের জনগণের মনোনীত আনারস মার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম আরও জানান, জনগণকে হুমকি ধামকি দিয়ে নয় বরং জনগণের ভালবাসা অর্জন করে চেয়ারম্যান নির্বাচিত হতে হবে।
তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝিকে উদ্দেশ্য করে হাত কেটে নেওয়া, ঠ্যাং ভেঙে দেওয়াসহ নানা ধরনের হুমকি না দিয়ে ভালবাসা দিয়ে জনগনের ভোটে নির্বাচিত হওয়ার কথাও উল্লেখ করেন। একই সাথে অন্যায় ভাবে কাউকে ভয়ভীতি দেখানোসহ জোরজুলুম করে কেউ ভোট নিতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও জানান।
এসময় তিনি পিরোজপুর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে নৌকার মনোনীত প্রার্থীর ছেলে কর্তৃক সাধারণ ভোটারদের হুমকি দেওয়া এবং আনারস মার্কায় ভোট দিতে কেন্দ্রে আসতে নিষেধ করার কঠোর সমালোচনা করেন। তিনি জানান, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমি জনগণের মনোনীত প্রার্থী। ভয়ভীতি দেখিয়ে জনগণ কে ঠেকানো যাবেনা। জনগণ তাদের মনোনীত প্রার্থীর আনারস প্রতীকেই ভোট দেবে। তাদের ভোট তারা দেবে যাকে খুশি তাকে দেবে। এতে কেউ বাঁধা প্রদান করতে পারবেনা। পিরোজপুর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের আনারস সমর্থকদের হাত কেটে নেওয়া ও ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকিতে তিনি মেহেরপুরের প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান। এখনও প্রশাসন নিরপেক্ষ রয়েছে বলে তিনি প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং নির্বাচনেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কারও পক্ষে কাজ না করে নিরপেক্ষ ভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় তিনি পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংবাদিকদের বিশেষ নজর রাখার কথাও উল্লেখ করেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী কারও একার নয় বরং দেশের সবার। কেউ তিনার নাম ব্যবহার করে সরকারের মান ক্ষুন্ন করছেন। এ থেকে তিনাকে বিরত থাকারও আহ্বান জানান।
এসময় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহীদুর রহমান ডাবলু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম পরিজাতন পঁচা মঙ্গল, কৃষক লীগ নেতা সিরাজুল ইসলাম, তুফাজ্জেল হোসেন মোল্লা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফিবুর রহমান প্রতিক, শ্রমিক লীগ নেতা গোলাম মোস্তফা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শতশত আনারস মার্কা প্রতীকের সমর্থক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :