মেহেরপুরের প্রবীন চিকিৎসক রমেশ চন্দ্র নাথের অন্তষ্টি ক্রিয়া সম্পন্ন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:28 PM, 14 October 2020

(ফলোআপ)মেহেরপুর শহরের মল্লিকপাড়া নিবাসী প্রবীন চিকিৎসক মেহেরপুর রমেশ ক্লিনিকের স্বত্বাধিকারী ও মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। আজ বুধবার ভোর ৩ টার দিকে তিনি ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন।

তিনি গত ৩০ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর ১৪ দিন করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ডা. রমেশ চন্দ্র নাথ স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি জীবদ্দশায় মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ছাড়াও মেহেরপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, মেহেরপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি, মেহেরপুর প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি সহ বিভিন্ন কমিটির দায়িত্ব পালন করছিলেন।

আজ বুধবার বিকেলের দিকে মেহেরপুর বামনপাড়া শ্বশান ঘাটে করোনায় আক্রান্ত হয়ে পরলোকগমনকারী ডা. রমেশ চন্দ্রনাথের অন্তষ্টি ক্রিয়া সম্পন্ন হয়েছে। এর আগে দুপুরের দিকে ডা. রমেশ চন্দ্র নাথের মরদেহ মেহেরপুর শহরের মল্লিকপাড়া রমেশ ক্লিনিক প্রাঙ্গণে এসে পৌঁছালে সেখানে শত মানুষ চোখের পানি ফেলে তাঁকে বিদায় জানান। এসময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. গোলাম রসূল, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, সাবেক সিভিল সার্জন ডা. আব্দুস শহীদ, পৌর মেয়র মো. মাহফুজুর রহমান রিটন, সাবেক পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার ডা. মো. রফিকুল ইসলাম, মেহেরপুর বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিকী, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধূমকেতু, ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব, বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী, রমেশ ক্লিনিকের ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, মেহেরপুর জেনারেল হাসপাতালে ব্রাদার মো. আসাদুর রহমান প্রমূখ। এছাড়াও ডা. রমেশ চন্দ্র নাথের প্রতিকৃতিতে শেষ শ্রদ্ধা জানাতে মেহেরপুর জেলা বিএমএ, জেলা স্বাচিপ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, মেহেরপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, শ্রী শ্রী হরি ভক্তি প্রদর্শণী পূজা মন্ডপ, গাংনী পূজা উদযাপন কমিটি, ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন হিন্দু সম্প্রদায় ছাড়াও মেহেরপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা স্বাচিপের সভাপতি এমএ বাসার, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য,গাংনীর চোখ পরিবার, অরণি পরিবার, বিভিন্ন সংগঠন সহ নানান শ্রেণি-পেশার মানুষ।

আপনার মতামত লিখুন :