মেহেরপুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু(Schoolboy dies after drowning in Meherpur)
মেহেরপুর সদর উপজেলার খোকসা শেখ পাড়া গ্রামে পানিতে ডুবে মাহফুজ (৮) নামের তৃতীয় শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাহফুজ সদর উপজেলার খোকসা গ্রামের ছোট খোকনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন মেহেরপুর সদর উপজেলা খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র মাহফুজ দুপুরের দিকে খোকসার পাশ দিয়ে বয়ে যাওয়া কাজলা নদীতে মাছ ধরতে যায়। এ সময় সে কচুরিপানায় আটকে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়।
Schoolboy dies after drowning in Meherpur
Rabbi Aahmed:A third class student named Mahfuz (8) drowned in Khoksa Sheikh Para village of Meherpur Sadar upazila. His body was recovered on Monday afternoon. Mahfuz is the son of Chhota Khokon of Khoksa village in Sadar upazila.
Locals said Mahfuz, a third-grade student of Khoksa Government Primary School in Meherpur Sadar Upazila, went fishing in the Kajla River that flows past Khoksa around noon. At this time he got stuck in the water hyacinth and drowned. His body was later recovered after much searching.