মেহেরপুরের পাটকেলপোতায় বাসের ধাক্কায় যুবক আহত
মেহেরপুরের পাটকেলপোতায় বাসের ধাক্কায় উজ্জল(৪২) নামের এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে।আজ রবিবার(২০জুন) সকালের দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের পাটকেল পোতা নামক স্থানে রয়েল পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা উজ্জ্বলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
জানা গেছে মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া রয়েল পরিবহনের একটি বাস এসময় ওই স্থানে অপর একটি বাসকে ওভারটেক করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা উজ্জ্বলকে ধাক্কা দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।