মেহেরপুরের দুর্ধর্ষ চুরি
মেহেরপুর পৌর শহরের মুখার্জি পাড়ার চার রাস্তার মোড়ে অবস্থিত মল্লিক বুটিকস এন্ড কসমেটিক্সের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের টিন কেটে নগদ ৩২ হাজার ২ শত টাকা ও প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
এব্যাপারে দোকানের স্বত্বাধিকারী ফারহানা মল্লিক বলেন, মঙ্গলবার বিকালে দোকান খুলে সবকিছু এলোমেলো দেখে বুঝতে পারি দোকানে চুরি হয়েছে। চোরের দল দোকানের উপরের টিন কেটে কাপড়, থ্রিপিস, কসমেটিক্স ও নগদ ৩২ হাজার ২ শত টাকা চুরি করে নিয়ে যায়। কাপড়, থ্রিপিস, কসমেটিক্স মিলিয়ে প্রায় ২ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এদিকে এলাকায় আগেও ফয়েজ টাওয়ার এবং বকুলের দোকানে একই কায়দায় চুরির ঘটনা ঘটেছে। এ চুরি সংঘটিত হওয়ার ঘটনায় ব্যবসায়ী মহলের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবেএ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।