মেহেরপুরের জেল হত্যা দিবস পালিত
মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে মেহেরপুর জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেকের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন চুন্নু, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাজামান, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনামসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।