মেহেরপুরের চার ইউপিতে নৌকা প্রতীক পেলেন যাঁরা
মেহেরপুরের চার ইউপিতে (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়।
শুক্রবার (১৩ মে) বিকেলে গণভবনে এ সভা শুরু হয়। রাত পৌনে বারটার দিকে দলীয় মনোনয়নের চুড়ান্ত তালিকা প্রকাশ করে।
দলীয় মনোনয়নপ্রাপ্তরা হলেন- আমঝুপি ইউনিয়নে বোরহান উদ্দীন চুন্নু, পিরোজপুর ইউনিয়নে আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, নবগঠিত শ্যামপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা রব বিশ্বাস ও বারাদী ইউনিয়নে মোমিনুল ইসলাম।
আব্দুস সামাদ বাবলু বিশ্বাস পিরোজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তিঁনি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। অপরদিকে সদ্য সম্পন্ন হওয়া মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হন বোরহান উদ্দীন চুন্নু ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম।
আগামি ১৫ জুন এই চারটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, পিরোজপুর ইউনিয়ন ভেঙ্গে বারাদী ইউনিয়ন এবং আমঝুপি ইউনিয়ন ভেঙ্গে শ্যামপুর ইউনিয়ন গঠন করা হয়েছে। এ কারণে নির্দিষ্ট সময়ে এই দু’টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়নি। নবগঠিত দু’টি ইউনিয়ন এবং পুরাতন দুই ইউনিয়নে একসাথে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।