মেহেরপুরের গোপালপুরে বিল রুয়াকুলি বিলের পুনঃখনন উদ্বোধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:11 PM, 14 February 2021

পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোপালপুরে বিলরুয়াকুলি বিলের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে খাল খনন কাজের উদ্বোধন করেন।
পরে সেখানে এক সমাবেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বক্তব্য রাখেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান, ভৈরব নদ পুনঃখনন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি প্রমূখ।

আপনার মতামত লিখুন :