মেহেরপুরের গাংনীতে হেযবুত তওহীদের উদ্যোগে ধর্মের নামের হুজুগ, গুজব, দাঙ্গা ও উন্মাদনার বিরুদ্ধে আলোচনা সভা
মেহেরপুরের গাংনীতে মেহেরপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ধর্মের নামে গুজব, গুজব, দাঙ্গা ও উন্মাদনার বিরুদ্ধে জনসচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মভীরু। মানুষের এই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে একটা শ্রেণি বাংলাদেশে বিভিন্ন সময়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ধর্মভীরু সাধারণ মানুষকে কাজে লাগায়। তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুরে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বামন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শহিদুল ইসলাম বিশ্বাস।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শরিফুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য কামাল হোসেন, সদস্য জাহাঙ্গীর আলম লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।