মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা ও বিশাল সমাবেশ
পদ্মা সেতু পূর্ণাঙ্গ দৃশ্যমান হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও বিশাল সমাবেশ করেছে গাংনী উপজেলা ও পৌর ছাত্রলীগ।
মেহেরপুর জেলার গাংনী বাসস্ট্যান্ড রেজাউল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।গাংনী উপজেলা ও পৌর ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা
শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ গাংনী উপজেলা শাখা ও পৌর শাখার যৌথ উদ্যোগে পদ্মা সেতু বাস্তবায়ন ও পূর্ণাঙ্গ দৃশ্যমান হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু’র সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক এবং পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুল।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি যথাক্রমে শোভন সরকার, ফয়সাল জাহান শিশির, দুলাল মাহামুদ, সাংগঠনিক সম্পাদক রাইহানুজ্জামান নিরব, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাসুদ রানা মিল্টন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক একে কুতুব, গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি বাইজিদ, গাংনী পৌর যুবলীগের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইউসুফ সজীব ওয়াজেদ জয় পরিষদ গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সবুজ প্রমুখ।
সমাবেশ শুরু হওয়ার আগে গাংনী উপজেলার শেষ প্রান্ত অর্থাৎ খলিশাকুন্ডি ঘাট হতে মোটরসাইকেল যোগে আনন্দ শোভাযাত্রা বের হয়। উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুলসহ ছাত্রলীগের নেতাকর্মী।