মেহেরপুরের ইয়াবাসহ যুবক আটক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:01 PM, 16 August 2021

মেহেরপুরে ১০ পিস ইয়াবাসহ মাসুদ পারভেজ(৩০)নামের এক যুবককে আটক করেছে জেলা ডিবি পুলিশ।আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করে। আটককৃত মাসুদ পারভেজ সদর উপজেলার শিশু বাগান পাড়ার কামরুল ইসলাম ওরফে খোকনের ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী গাংনীর চোখ’কে জানান, মেহেরপুর পৌর এলাকার চুলকানি মোড় এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ইন্সপেক্টর খন্দকার শাহ আলম এর নেতৃত্বে এসআই রুবেল আহমেদ,এএসআই আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাসুদ পারভেজকে আটক করে,এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মাসুদ পারভেজ এর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আপনার মতামত লিখুন :