মেহেরপুরের ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের অভিযান চলছে
মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক ১০টি ইটভাটায় অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকাল থেকে এ অভিযান শুরু করেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু হাসান। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ধারা ৬ ও ৮ লংঘন করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। এসময় জরিমানা আদায় ছাড়াও ৫ টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়।
এ অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তমা ব্রিকসের স্বত্তাধিকারী পুরাতন মটমুড়া গ্রামের মৃত সাদ আলীর ছেলে তোফাজ্জেল হোসেন ৭ লাখ টাকা, জোয়ার্দ্দার (এমভি) ব্রিকস আকুবপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আরাফুল ইসলামকে ৬ লাখ টাকা, সমতা ব্রিকস শুকুরকান্দি গ্রামের গোলাম রসুলের ছেলে মনিরুজ্জামানকে ৮ লাখ টাকা, রুপসা ব্রিকস আকুবপুর গ্রামের আবু বক্করের ছেলে আনোয়ার পারভেজকে ৭ লাখ টাকা, থ্রী স্টার ব্রিকস আকুবপুর গ্রামের মৃত আঃ ছাত্তারের ছেলে জালালউদ্দিনকে ৪ লাখ টাকা, বস ব্রিকস মহম্মদপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে সবুজকে ৪ লাখ টাকা, বেস্ট ব্রিকস মহম্মদপুর গ্রামের মৃত আজিমদ্দিনের ছেলে রফিকুল ইসলামকে ৫ লাখ টাকা এবং একতা ব্রিকস মটমুড়া গ্রামের জাহেদ আলীর ছেলে খবিরউদ্দিনকে ৬ লাখ টাকা, ভিশন ব্রিকস হোগলবাড়ীয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে সেলিমকে ৭ লাখ টাকা ও জনতা ব্রিকস বাওট গ্রামের মোবারক আলীর ছেলে আবুল হাশেমকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু হাসান। এসময় পরিবেশ অধিদপ্তরের কুষ্টিয়া জোনের উপ-পরিচালক আতাউর রহমান, সহকারী পরিচালক কমল কুমার বর্মণসহ র্যাব-৬ এর ডিএডি শফিকুল ইসলাম, ফায়ার সাভিসের স্টেশন অফিসার ইসাহাক আলী বিশ^াসসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, অধিকাংশ ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন মানা হচ্ছে না। পোড়ানো হচ্ছে কাঠ, পরিবেশ অধিদপ্ততরের ছাড়পত্র না থাকায় এ সকল ভাটায় জরিমানা আদায় করা হয়েছে।