মেহরপুরে বাংলাদেশ প্রতিদিনের ১৩তম প্রতিষ্ঠাবর্ষিকী পালন
বাংলাদেশ প্রতিদিনের দ্বাদশ বর্ষ পার করে দুই যুগের প্রবেশ উপলক্ষে মেহেরপুরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় মেহেরপুর রিপোর্র্টার্স ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করাহয়।
মেহেরপুর প্রতিনিধি মাহবুবুল হক পোলেন সভাপতিত্বে অনুষ্ঠানে আতিতি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ( ভার প্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, শিক্ষা বিদ মো: অলমগীর, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান (ছোট), কালের কন্ঠোর মেহেরপুর প্রতিনিধি ইয়াদুল মোমিন. জাগো মেহেরপুরের মুখপাত্র শোয়ব রহমান, মেহেরপুর জেলা রিপের্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান।
মেহেরপুর এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান জনির সঞ্চচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক আলঅমিন হোসেন। এসময় অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির গাংনী উপজেলা প্রতিনিধি মিনারুল ইসলাম, সাংবাদিক রাব্বি আহমেদ,রাশেদ খান, সজিবুল ইসলাম, কাজিমুল হক, মো: কামাল হোসেন, এস আই বাবু, হামিদুল ইসলাম. ডপ্রন্স আরিফ খান, মিজানুর রহমান অপু, সেলিম রেজা ওয়েব ফউন্ডেশনের কৃৃষিবিদ নাসির উদ্দিন আহম্মেদ, অরণির সভাপতি নিশান সাবের প্রমুখ।
আলোচনা সভায় অতিথিরা বলেন, বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকা। বাংলাদেশ প্রতিদিনকে বাদ দিয়ে সংবাদ পত্রের জগৎ চিন্তা করার অবকাশ নেই। বাংলাদেশ প্রতিদিন শুধু প্রিন্ট ভার্সণে নয় আনলাইনেও প্রঠক প্রিয়তার শির্ষে রয়েছে।