মুজিব শতবার্ষিকী উপলক্ষে ১’শ কিলোমিটার সাইকেল রাইড করলেন ছাত্রলীগ কর্মী তুষার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের ১’শ কিলোমিটার সাইকেল রাইড করলেন ছাত্রলীগ কর্মী সাজ্জাদ হোসেন তুশার।
সাজ্জাদ হসেন তুশার মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামের বায়েজিদ শেখের ছেলে এবং মেহেরপুর জেলা ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার সদস্য ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মেহেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তিনি,তবে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে পরিচিত সাজ্জাদ হসেন তুশার।
মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রাম থেকে যাত্রা শুরু করে মেহেরপুর কলেজ মোড় হয়ে চুয়াডাঙ্গা ঝিনাইদহ হয়ে মঙ্গলবার বিকেল তিনটাই মাগুরা আসাদুজ্জামান স্টেডিয়াম পর্যন্ত ১’শ কিলোমিটার রাস্তা রাইট শেষ করেন তিনি। সাজ্জাদ হসেন তুশার মেহেরপুর নিউজ কে জানিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী মুজিববর্ষে ১’শ কিলোমিটার সাইকেল রাইড শেষ করেছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে পরিচয় দিতে আমি গর্ববোধ করি।